সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) ও সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০২০) মোতাবেক নিবন্ধন ব্যতীত সমবায় বা Co-operative শব্দ ব্যবহার করা নিষিদ্ধ।
২) নিবন্ধিত নাম ব্যতীত সমিতির সাইন বোর্ড, বিল বোর্ড বা প্রচারপত্রে অন্য কোন নাম বা শব্দ ব্যবহার করতে পারবে না।
৩) নিবন্ধিত বা নিবন্ধনের জন্য প্রস্তাবিত কোন সমবায় সমিতির নামের সাথে কমার্স, ব্যাংক, ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল, ব্যাংক, লীজিং, ফাইন্যান্সিং বা সমার্থক ব্যবহার করতে পারবে না।
৪) বাংলাদেশ সমবায় ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ব্যাংক, সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক ও কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক ব্যতীত কোন সমবায় সমিতি তার নামের সাথে ব্যাংক শব্দ ব্যবহার করতে পারবে না।
৫) উক্ত আইনে বর্ণিত ধারা লঙ্ঘন করলে অনধিক ৭ (সাত) বছরের কারাদণ্ড বা অন্যূন ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
৬) কোন সমবায় সমিতি সদস্য ব্যতীত কোন ব্যক্তির সাথে ঋণ গ্রহণ বা আমানত সংগ্রহ করতে পারে না।
৭) শেয়ার অংশীদার সদস্য ব্যতীত কোন গ্রাহক তৈরি করতে পারবে না।
৮) বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
৯) নিবন্ধকের লিখিত পূর্বানোমোদন ব্যতীত সমিতির নামে কোন শাখা অফিস পরিচালনা করতে পারবে না।
১০) সদস্য নির্বাচনী এলাকার বহির্ভূত কোন ব্যক্তিকে সদস্য করতে পারে না।
১১) সমিতির নামে এফডিআর, ডিপিএস বা অন্যকোন নামে প্রলোভন দেখিয়ে সাধারণ সদস্য বা সাধারণ ব্যক্তিদের কাছ থেকে আমানত সংগ্রহ করতে পারবে না।
১২) উক্ত বিষয় লঙ্ঘন করে কোন সমিতি কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও শাস্তির বিধান করা হবে।
১৩) যদি কারো কাছে উক্ত বিষয় লঙ্ঘনপূর্বক কার্যক্রম পরিচালনা করার প্রমাণ বা অনুমেয় হয় তবে জেলা সমবায় কার্যালয়, মৌলভীবাজারকে অবহিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
উক্ত বিজ্ঞপ্তি দ্বারা সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে।
অফিসের ঠিকানা: মৌলভীবাজার চৌমোহনা হতে শমশেরনগর রোডে ১.৫ কি. মি. দূরে।
ক্র. নং. |
: |
বিবরণ |
কার্যালয়ের নাম |
: |
জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, মৌলভীবাজার |
বাসার নং. |
: |
হোল্ডিং নং.: ৬২৬ |
রোডের নাম |
: |
শমশেরনগর রোড, মৌলভীবাজার |
পোস্ট কোড |
: |
৩২০০ |
ই-মেইল |
: |
|
ফোন |
: |
০৮৬১-৫২৬৬২ |
মোবাইল |
: |
০১৩১৩-৩৪৩৪৫৭ |
ওয়েব পোর্টাল |
|
|
গুগল ম্যাপ |
: |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস