Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা সমবায় কার্যালয়, মৌলভীবাজার এর পরিবর্তিত ই-মেইল ঠিকানা:  dco.moulvibazar@coop.gov.bd


শিরোনাম
জুলাই/২০১৯ খ্রিঃ মসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠান সংক্রান্ত ।
বিস্তারিত

                                                   

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা সমবায় কার্যালয়

মৌলভীবাজার।

ই-মেইল- dco_moulvibazar@yahoo.com

স্মারক নং-৪৭.৬১.৫৮০০.০০০.০৬.১৭৮.১৩-১২০৩                                                                                                            তারিখঃ- ৩০/০৭/২০১৯খ্রিঃ।

 

নোটিশ

 

বিষয়ঃ- জুলাই/২০১৯ খ্রিঃ মসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠান সংক্রান্ত ।    

 

            উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, অত্র জেলাধীন উপজেলা সমবায় কর্মকর্তা ও সহকারী পরিদর্শকগনের সমন্বয়ে জুলাই/২০১৯খ্রিঃ মাসের মাসিক সমন্বয় সভা আগামী ০৭/০৮/২০১৯ খ্রিঃ তারিখে রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ দৌলত হোসেন, জেলা সমবায় অফিসার, মৌলভীবাজার।

 

         উক্ত সভায় নিম্ন বর্ণিত আলোচ্যসূচী মোতাবেক কার্যপত্র ও জুলাই/১৯ মাসের সম্পাদিত অডিট নোটরসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরাধ করা হলো।

 

আলোচ্য সূচীঃ

০১। বিগত ০২/০৭/২০১৯ খ্রিঃ তারখে অনুষ্ঠিত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন ।

০২। এ পিএ সংক্রান্ত   আলোচনা ও সিন্ধান্ত  গ্রহণ।

০৩। সমবায় বাজার এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা ও সিন্ধান্ত  গ্রহন।

০৪। অডিট অগ্রগতি, অডিট রিটান, অডিট নোট প্রাপ্তি , অডিট নোট পর্যালোচনা, অডিট নোটের উপর ব্যবস্থা গ্রহন ও অডিট সেল সংক্রান্ত ।

০৫। নতুন সমিতি নিবন্ধন করে উদ্ভাবনী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা  ও কাইজেন সম্পর্কে আলোচনা।

০৬। অডিট ফি ধার্য ও আদায় অগ্রগতি।

০৭। সমবায় উন্নয়ন তহবিল ধার্য্য ও আদায় অগ্রগতি।

০৮। উন্নয়ন প্রকল্পঃ  আশ্রয়ন/আশ্রয়ন ফেইজ-২।

০৯। ভ্রাম্যমান প্রশিক্ষণ ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের প্রশিক্ষণ সংক্রান্ত ।                                          

১০। সমবায় সমিতি নিবন্ধন ও নিবন্ধন পূর্ব প্রাক প্রশিক্ষন।

১১। নৃ-তাত্ত্বিক জনগোষ্টি কর্তৃক সংগঠিত সমবায় সমিতির অগ্রগতি কার্যক্রম পর্যালোচনা।

১২। অকার্যকর সমিতি কার্যকরন, নিবন্ধন বাতিল অবসায়নে ন্যাস্ত  করার ব্যবস্থা গ্রহন সংক্রান্ত  ।     

১৩। সমবায় সমিতি পরিচর্যা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা।

১৪। ফ্যামেলী ওয়েলফেয়ার প্রকল্প।

১৫। মাসিক/ত্রৈমাসিক রির্টাণ দাখিল সংক্রান্ত আলোচনা।

১৬। উর্ধ্বতন কর্তৃপক্ষ চাহিত তথ্য দ্রত প্রেরণ ও নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত  আলোচনা।

১৭। পাবসস ও অন্যান্য সমবায় সমিতি সংক্রান্ত (অডিট, নির্বাচন, বার্ষিক সাধারণ সভা ও অন্যান্য)।

১৮। তদারকী কার্যক্রম ও বহুমুখী সমিতি মনিটরিং সংক্রান্ত  আলোচনা।

১৯। অভিযোগ ও নিষ্পত্তি সংক্রান্ত  আলোচনা।

২০। লভ্যাংশ বিতরণ, ঋণ বিতরণ, মনিটরিং সংক্রান্ত  ভূয়া নির্বাচন ও এজিএম সংক্রান্ত ।

২১। অডিট আপত্তি, জড়িত টাকার পরিমান ও গৃহীত ব্যবস্থা সংক্রান্ত  আলোচনা।

২২। মামলা সংক্রান্ত ।                                       

২৩। সমবায় ব্যাংক ঋন সংক্রান্ত ।।

২৪। উপ-আইন সংশোধন সংক্রান্ত   আলোচনা।

২৫। অন্তবর্তী ব্যবস্থপনা কমিটি গঠন সংক্রান্ত  আলোচনা।

২৬। ঝুকিপূর্ন সমিতির চিহ্নিত তালিকা তৈরী।

২৭। বিবিধ।

  

                                                                                                                                                              স্বাক্ষরিত/-

 (মোঃ দৌলত হোসেন)

জেলা সমবায় অফিসার

মৌলভীবাজার।

ফোনঃ-০৮৬১-৫২৬৬২

 

স্মারক নং-৪৭.৬১.৫৮০০.০০০.০৬.১৭৮.১৩-১২০৩/১(১৩)                                                                             তারিখ- ৩০/০৭/২০১৯খ্রিঃ             

      সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি প্রেরণ করা হলো।

০১। যুগ্ম-নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, সিলেট বিভাগ, সিলেট।

০২। উপ-সহকারী নিবন্ধক, জেলা সমবায় কার্যালয়, মৌলভীবাজার।

০৩। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মৌলভীবাজার।

০৪। উপ-পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার।

০৫। উপজেলা সমবায় অফিসার, সদর/রাজনগর/কুলাউড়া/জুড়ী/বড়লেখা/কমলগঞ্জ/শ্রীমঙ্গল। তাঁকে তার অধিনস্থ সহকারী পরিদর্শক ও অন্যান্য তথ্যসহ 

      উপস্থিত থাকার জন্য বলা হলো। আপনার সম্পাদনকৃত সকল অডিট নোট, অডিটসেস, সিডিএফ পরিশোধ পূর্বক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠান এর

      ০২দিন আগে দাখিল করার জন্য বলা হল।      

০৬। সোসিও ইকোনমিষ্ট, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প, এলজিইডি, মৌলভীবাজার।

০৭। ম্যানেজার, বাংলাদেশ সমবায় ব্যাংক লিঃ, মৌলভীবাজার।

০৮। অফিস নথি/মাষ্টার নথি।     

 

                                                                                                                                                                            স্বাক্ষরিত/-

  জেলা সমবায় কার্যালয়

       মৌলভীবাজার।

 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
01/08/2019
আর্কাইভ তারিখ
31/08/2019

অফিসের ঠিকানা

অফিসের ঠিকানা: মৌলভীবাজার চৌমোহনা হতে  শমশেরনগর রোডে  ১.৫ কি. মি. দূরে।

ক্র. নং.

:

বিবরণ

কার্যালয়ের নাম

:

জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, মৌলভীবাজার

বাসার নং.

:

হোল্ডিং নং.: ৬২৬

রোডের নাম

:

শমশেরনগর রোড, মৌলভীবাজার

পোস্ট কোড

:

৩২০০

ই-মেইল

:

dco.moulvibazar@coop.gov.bd

ফোন

:

০৮৬১-৫২৬৬২

মোবাইল

:

০১৩১৩-৩৪৩৪৫৭

ওয়েব পোর্টাল


http://cooparative.moulvibazar.gov.bd/

গুগল ম্যাপ

:

https://www.google.com/maps/place/District+Co-operative+Office,+Moulvibazar/@24.4870731,91.7801039,15.5z/data=!4m5!3m4!1s0x0:0xab7d6389b22259d1!8m2!3d24.4909705!4d91.7814363